Dr. Neem on Daraz
Victory Day

মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে জয়ী হবো: ফয়জুল করীম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, বরিশাল প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১০:৫৩ এএম
মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে জয়ী হবো: ফয়জুল করীম

বরিশালঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জানিয়েছেন, মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে তিনি মেয়র পদে বিজয়ী হবেন। ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্ত জানিয়ে শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।  

সোমবার (১২ জুন) সকালে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময় ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি কক্ষে ২ লাখ ৭৪ হাজার ২৯৮ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে হাতপাখার প্রার্থী বলেন, ‘ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয়, তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব। সব কেন্দ্রে আমাদের এজেন্ট আছে। মানুষ ভোট দিতে পারলে আমি আশা করি সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হবো।’

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। ৮টা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’

ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলব, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার  ৪৮৯ জন। এই সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ১২৬টি ভোটকেন্দ্র ও ৮৯৪টি ভোটকক্ষ সবগুলোই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার ৪০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে দুই হাজার ৩০০ জন পুলিশ। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে