Dr. Neem on Daraz
Victory Day

আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১০:৪৩ এএম
আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি

যশোরঃ ভারতে আড়াই বছর কারাভোগের পর ৫ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। 

দেশে ফেরত আসারা হলেন—ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩), ফেনী জেলার দাগনভূইয়া থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২), মাদারীপুর জেলার কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩), যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মোঃ আব্দুলের ছেলে মোঃ হাসান (৩৫) ও ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ারর রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪)।

ওসি আহসান হাবীব জানান, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহার শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আড়াই বছর পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

মোঃ মনির হোসেন/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে