কুষ্টিয়াঃ ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শাকিলা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগের ডাক্তার ইফফাত জাহান তনুজা।
আজ বুধবার সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে ঘটনা ঘটে।
মৃত শাকিলা কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের ভ্যানচালক দিনমজুর আব্দুল মতিন শেখের মেয়ে। শাকিলা স্থানীয় সরকারী কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭ টার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এ সময় শিশু শিক্ষার্থী শাকিলা বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে গেলে প্রচন্ড বেগে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। শাকিলার বাবা আব্দুল মতিন শেখ গুরুতরঅসুস্থ শাকিলাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন।
জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ইফফাত জাহান তনুজা পরীক্ষা নিরিক্ষার পর বজ্রপাতে আহত শাকিলাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।
হুমায়ূন কবির/এমআইসি