Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ১০:০৩ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জঃ ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। তাদের উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার লেকুরিয়া গ্রামের হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই জেলার সখিপুর থানার নূর মোহাম্মদের স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের শাহজাহান কাজির ছেলে আরিফ কাজী ও অজ্ঞাতনামা এক নারী (২৫)।

আহতরা হলেন, বিউটি (২৫),তাহিরা (১৫) প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান। আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশেদ (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭) এখনো চিকিৎসাধীন আছেন।

বাসযাত্রী শামীম বলেন, আমি ঢাকার যাত্রাবাড়ী থেকে নড়িয়া যাচ্ছিলাম। পুরো রাস্তাই বাসের চালক খুব রাফ চালিয়েছে। পরে রাস্তার মধ্যে রাখা একটি ট্রাকের পেছনে লাগিয়ে দেয়। প্রচণ্ড সংঘর্ষে আমরা বাসে থাকা ৪০ জন যাত্রীর সবাই আহত হই। বাসের সামনে যারা ছিল তাদের চেয়ে পিছনের দিকের যাত্রীরা বেশি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আওলাদ হোসেন বলেন, আমরা রাস্তার পাশে এক মসজিদে ছিলাম। রাস্তার মধ্যে প্রচণ্ড শব্দ হলে আমরা এসে দেখি রাস্তার মধ্যে থাকা একটি ট্রাকের পেছনে বাসে ধাক্কা লাগায়ে দিছে। আমরা এসে ‌বাস থেকে কয়েকজনকে উদ্ধার করেছি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার শংকর কুমার পাল বলেন, সকাল ৯টার দিকে ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মৃত ছিলেন। বাকি ১৯ জনের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সার্কেল পুলিশ সুপার (এসপি) তোফায়েল সরকার বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ হাসড়া হাইওয়ে থানা পুলিশ নিয়ে যায়। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশনের ওয়ারলেজ অফিসার মাহফুজুর রহমান রিবেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে