চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ বিঘা জমির ভুট্টাক্ষেত ও পানের বরজ ভস্মীভূত হয়েছে বলে গ্রামবাসী দাবি করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের বানাতখালি মাঠে এই ঘটনা ঘটে।
খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার জানান, বানাতখালি মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০০ বিঘা জমির ভুট্টাক্ষেত ও পানবরজ পুড়ে গেছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বেলা ৩টায় জানান, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এর পর থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যে কারণে এখনই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য বলা যাচ্ছে না। তবে প্রায় দেড়শ কৃষকের ভুট্টাক্ষেত ও পানবরজ পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। স্ব স্ব চাষীর সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
জামান আখতার/বুইউ