Dr. Neem on Daraz
Victory Day

‘সরকারি স্কুলের জমি দখল করে কলেজ’


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৬:৩৯ পিএম
‘সরকারি স্কুলের জমি দখল করে কলেজ’

নোয়াখালীর চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই ঘটনার প্রতিবাদে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাস বর্জন করে উপজেলা পরিষদের সামনে পাল্টাপাল্টি মানববন্ধন করেছেন।

খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে বিষয়টির মিমাংশার আশ্বাস দিলে দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল থেকে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের নির্দেশে অজ্ঞাতনামা কিছু লোক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুর করে। এসময় তারা বিদ্যালয়ের আনুমানিক চার লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। এরপর বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট বালু জড়ো করতে থাকে। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেয়া হয়।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন কলেজ কর্তৃপক্ষ বিদ্যালয়ের জমি জবর দখল করছে না, বরং কলেজের নামে সরকারিভাবে বন্দোবস্তকৃত জমি বুঝে নিচ্ছে।

আগামী নিউজ/আর/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে