Dr. Neem on Daraz
Victory Day

রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক ফ্রী চিকিৎসা-সেমিনার অনুষ্ঠিত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৩:০৩ পিএম
রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক ফ্রী চিকিৎসা-সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়াঃ রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক ফ্রী চিকিৎসা ও ফ্রী সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ারের আয়োজনে পৌরসভার টেংকের পাড়স্থ স্ট্যান্ডার্ড স্কুল প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷

ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক ফ্রী চিকিৎসা ও ফ্রী সেমিনার প্রধান আলোচক ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাজহারুল ইসলাম সোহেল৷

এসময় তিনি বলেন, আজকের সেমিনারের একটাই উদ্দেশ্য রমজানে ডায়াবেটিস রোগীরা যেন রোজা রাখতে পারে৷ সবাইকে প্রয়োজনে পূর্ব প্রস্তুতি নিতে হবে৷ এসময় রোগীদের সঠিকভাবে ইনসুলিন নেওয়ারও পরামর্শ দেন তিনি৷

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম, মোহাম্মদ মোস্তাক আহম্মেদ ভূঞা, মো. এমরান হোসেন মাসুদ, মোঃ এমরান হোসাইন, মো. আমজাদ হোসেন রনি, আবুল কাসেম মোহাম্মদ সারোয়ার, নাজমুল হক নিজাম, আবুল কাশেম, মো. উবায়দুল হক সূচী, মোজাম্মেল হক রিয়াদ, শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মো. রুফিল, মো. শাহআলম প্রমুখ৷

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম এ সেমিনারের জন্য আয়োজক ও ডাঃ মাজহারুল ইসলাম সোহেলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন৷ সেমিনারে উপস্থিত ডায়াবেটিস রোগীরা প্রতি ছয় মাস পর পর এরকম সেমিনার করার আহ্বান জানান৷

ফ্রী চিকিৎসা ও ফ্রী সেমিনারে স্ট্যান্ডার্ড হসপিটালের বিভিন্ন বিভাগের পরিচালক, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্মরত নার্স, ডায়াবেটিস রোগীসহ হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন৷

মো. আজহার উদ্দিন/ বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে