Dr. Neem on Daraz
Victory Day

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা ইজতেমা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০২:৩৪ পিএম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা ইজতেমা

পিরোজপুরঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে জেলা ইজতেমা। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরুব্বি মাওলানা আশ্রাফ আলী।

সরেজমিনে দেখা যায়, আয়োজক কমিটির সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুর জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বেড়ে চলছে মুসল্লিদের সংখ্যা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসায়িকভাবে লাভবানের আশায় নানা দোকানপাট, হোটেল গড়ে উঠেছে।

দোয়া ও মোনাজাতে প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। 

প্রসঙ্গত, ভারতীয় জামাতের আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুরে শুরু হয়েছিল তিন দিনব্যাপী জেলা ইজতেমা। যা আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে