Dr. Neem on Daraz
Victory Day

মেঘনায় ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:৫৫ পিএম
মেঘনায় ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুরঃ কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ। মাছটি ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন। এত বড় মাছ এর আগে কমলনগরে ধরা পড়েনি বলে জানায় মৎস্য বিভাগ। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমায়।

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গোপসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি। এটি স্থানীয়ভাবে হাউস বা শাপলা পাতা মাছ নামে পরিচিত।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে