Dr. Neem on Daraz
Victory Day

৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:৪৯ এএম
৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

পঞ্চগড়ঃ দেশের সর্বোত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে মাঝে মাঝে তাপমাত্রা ওঠানামা করছে। কোনো কোনো দিন সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারদিক। সকালে কনকনে হিমেল বাতাসের কারণে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান।

তিনি বলেন, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাস ও কুয়াশা আজ বেড়ে গেছে। গতকাল দেশের সর্বনিম্ন ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

মাঘের শুরুতে শীতের দাপট ছিল সবচেয়ে বেশি। তবে এ মাসে প্রায় দিন সূর্যের মুখ দেখা যায়নি। হিমেল বাতাস ছিল। দিনে-রাতে শীতের দাপট ছিল সমান। কনকনে বাতাসে এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীত ও শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দিচ্ছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে