Dr. Neem on Daraz
Victory Day

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ১২:০৫ পিএম
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

পপঞ্চগড়ঃ হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে এ জনপদে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।

এ দিকে সন্ধ্যার পর থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত হিমেল বাতাসের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ।

আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। অসহনীয় ঠান্ডায় শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববারও (৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে