Dr. Neem on Daraz
Victory Day

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৩:১৭ পিএম
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন

পিরোজপুরঃ ভান্ডারিয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

শারমিনের চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রােগে ভুগছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হাসপাতালে শারমিনের মায়ের মৃত্যু হয়। রোববার সকাল সাড়ে ১০ টায় মায়ের মরদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশ নেন শারমিন।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনা সবার জন্য হৃদয়বিদারক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রের সচিবরা মেয়েটিকে সহযোগিতা করেছে। আমরা এ ঘটনায় শোকাহত।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে