Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০২:৩৯ পিএম
ঝিনাইদহে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন 

ঝিনাইদহঃ ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে নিহতের স্বজনরা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন— নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, ২ ভাই, মুক্তার বিশ্বাস, সুজাত বিশ্বাস ও স্ত্রী সুমি খাতুন এবং কলেজ ছাত্রলীগের নেতা আহত সজিব।

এ সময় বক্তারা বলেন, ‘মুরাদ, তৌহিদ, সমরেশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি পক্ষ এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার পায়তারা চালাচ্ছে।’ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠ বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘আমাদের সন্তানরা ছিল পরিবারের একমাত্র অবলম্বন। তাদেরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়ায় ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সদর থানায় ও আদালতে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে