Dr. Neem on Daraz
Victory Day

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০২:২১ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গাঃ জেলার দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তে মুনতাজ হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। রবিবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাংলাদেশিরা।

নিহত মুনতাজ হোসেন বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। রবিবার বেলা ২টা পর্যন্ত বিজিবি’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, রাতে অবৈধপথে সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায় মুনতাজ হোসেন। সকালে স্থানীয় বাংলাদেশিরা সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, বিএসএফ’র গুলিতে তার মৃত্যু হয়েছে। সকালে বিএসএফ নিহতের লাশ সীমান্তের ভিতরে নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ‘গুলি করে হত্যার বিষয়টি আমরাও শুনেছি। ইতিমধ্যেই এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।’

জামান আখতার/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে