Dr. Neem on Daraz
Victory Day

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১১:০৪ এএম
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার

কক্সবাজারঃ টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর রোহিঙ্গাসহ ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকের। তাদের ভাগ্যে কী ঘটেছে তা বলতে পারছেন না কেউ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিচয় মেলেনি।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে তারা সাগরে ভাসতে থাকেন। পরে মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারে সাঁতরিয়ে কূলে উঠে আসেন উদ্ধারকৃতরা। এখনো অনেকে সাগরে ভাসছেন।

ট্রলারে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরও অনেকের খোঁজ না পাওয়ায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা দেলোয়ার।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে