Dr. Neem on Daraz
Victory Day

প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ছয় শিক্ষক-কর্মচারী বরখাস্ত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০২:২৬ পিএম
প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ছয় শিক্ষক-কর্মচারী বরখাস্ত

কুড়িগ্রামঃ চলতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাঁচ শিক্ষকসহ এক পিয়নকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। তারা জেলার ভুরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী। বর্তমানে তারা সবাই জেল হাজতে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা কমিটির সভায় তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। পরে রোববার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত হওয়া ছয়জন হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, মাওলানা শিক্ষক জোবায়ের হোসেন, আমিনুর রহমান রাসেল, হামিদুর রহমান, সোহেল আল মামুন ও পিয়ন সুজন মিয়া। 

জানা গেছে, পুলিশ প্রধান শিক্ষক লুৎফর রহমানকে তিন দিনের রিমান্ড আবেদন করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর আদালত শুনানির দিন ধার্য করেছেন।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হলেও রোববার রাতে চিঠি সরকারি বিভিন্ন দপ্তরে অনলাইনে পাঠানো হয়েছে। 

এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়িত্বে অবহেলা আছে কি না, জানতে চেয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এর জবাব দেওয়ার শেষ দিন ছিল রোববার। 

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের কাছে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে