Dr. Neem on Daraz
Victory Day

‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ নামে ভাস্কর্যটি নজর কাড়ছে সবার


আগামী নিউজ | ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ১১:১৪ এএম
‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ নামে ভাস্কর্যটি নজর কাড়ছে সবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ নামে ভাস্কর্যটি নজর কাড়ছে সকলের।

এদিকে ভাস্কর্যের ছবি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৭ জানুয়ারি) এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্যবর্ধণ করায় খুশি সেখানকার মানুষ। মহাসড়কে চলাচলকারীরাও বেশ প্রশংসা করছেন।

সূত্র জানায়, মহান আল্লাহ তায়ালা ও হজরত মুহাম্মদ (সা.) এর নামে ১৪ ফুট উচ্চতার একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় ফেনী পৌরসভা। এটি নির্মাণের দায়িত্ব পান পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম। ভস্কর্যের ওপরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। এটি নির্মাণ করতে ১০ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়াও শহরের শহীদ মেজর সালাহউদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের সম্মুখ সড়কের মোড়ে আরো একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভা কর্তৃপক্ষ ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়াও শহরে আরো ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।

আগামী নিউজ/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে