Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে মজুতের ১২’শ বস্তা রাসায়নিক সার জব্দ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৪:১৪ পিএম
ঝিনাইদহে মজুতের ১২’শ বস্তা রাসায়নিক সার জব্দ

ঝিনাইদহঃ রাসায়নিক সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১২০০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন এমন অভিযোগ পেয়ে হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি গোডাউন থেকে ৮০০ বস্তা ও একটি দোকান থেকে ৪০০ বস্তা ডিএপি (ড্যাপ), টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।

এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে এক লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে