নোয়াখালীঃ জেলার হাতিয়ায় বঙ্গোপসাগরে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণে দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, কোস্টগার্ডের একটি টিম ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে। তারা ঘটনাস্থলে রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় জেলেরা জানায়, ১৬ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরি আবহাওয়ায় নেছার মাঝির ফিশিং বোটটি ডুবে যায়। পরে পাশের ট্রলার, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিতসহ তিনজনের মরদেহ উদ্ধার করে তারা। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ জেলের পরিচয় জানা যায়নি।
এমবুইউ