Dr. Neem on Daraz
Victory Day

মোবাইল টাওয়ারে মাদরাসা ছাত্রের অবস্থান, দু’ঘণ্টা পর উদ্ধার


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, নেত্রকোণা প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০১:২৮ পিএম
মোবাইল টাওয়ারে মাদরাসা ছাত্রের অবস্থান, দু’ঘণ্টা পর উদ্ধার

ফাইল ছবি

নেত্রকোণাঃ জেলা শহরের সাতপাই এলাকায় বড় রেলওয়ে স্টেশন সামনে মাদরাসাতুল আরকাম এর গ্রামীণ ফোনের টাওয়ারের উপর থেকে বুধবার দুপুরে মাদরাসা ছাত্র উদ্ধার করেছে নেত্রকোণার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।

জানা যায়, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে মোহাম্মদ (১৪)। সে জেলা শহরের সাতপাই এলাকায় বড় রেলওয়ে স্টেশন সামনে মাদরাসাতুল আরাকাম এর ছাত্র। সে ভোরে মাদরাসা থেকে বের হয়ে যায়। সকাল আনুমানিক ৮ টার সময় অন্যান্য ছাত্ররা মোহাম্মদকে মাদরাসা সংলগ্ন গ্রামীণ ফোনের টাওয়ারের উপর দাড়িয়ে আছে, দেখতে পেয়ে তাৎক্ষণিক মাদ্রাসার হুজুরকে খবর দেয়। খবর পেয়ে মাদ্রাসার হুজুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নেত্রকোণার সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেনকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে আসে।

এসময় নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার ঘটনাস্থলে এসে মাদরাসার ছাত্রের মা রিমা খানমের লিখিত নিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ১৫ সদস্য টিমকে অনুমতি দিলে তারা দু’ঘণ্টা চেষ্টার পর সুস্থ অবস্থায় ঐ ছাত্রকে উদ্ধার করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, দীর্ঘ সময় পরিশ্রম এবং ফায়ার বিগ্রেড সাইফুল হাসান ও কামরুল ইসলাম গাজীসহ আমাদের টিমের সকল সদস্যদের সমন্বয়ে মাদরাসা ছাত্র মোহাম্মদকে নিরাপদে উদ্ধার করে। তাকে প্রাথমিকভাবে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে।

সালাহউদ্দীন খান রুবেল/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে