Dr. Neem on Daraz
Victory Day

নোয়াখালীতে ১৫ জুয়াড়ি আটক


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০২:১৬ পিএম
নোয়াখালীতে ১৫ জুয়াড়ি আটক

নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলো ওই ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন, মহিন উদ্দিন, ইব্রাহিম খলিল, আলা উদ্দিন, রুবেল হোসেন, জামাল উদ্দিন, দিদার হোসেন, আক্তার হোসেন, আব্দুল আলী, সফিক উল্যা, কবির উদ্দিন, আলী আহম্মদ, হানিফ, আব্দুল খালেক ও রহিম উদ্দিন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নলুয়া ভূঁইয়ারহাট বাজারে জুয়ার একটি আসর থেকে ওই ১৫ জনকে আটক করা হয়। আটকদের নামে মামলা করে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আগামী নিউজ/এমআরআর/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে