মৌলভীবাজারঃ পবিত্র ঈদুল আজহার দিন মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত রুহিত ষষ্ঠ শ্রেণি ও পর্ব মল্লিক প্রথম শ্রেণির ছাত্র ছিল।
রোববার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা বিজলী গ্রামের রিংকু মল্লিকের ছেলে।
জানা গেছে, দুই সন্তানকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। বিজলী গ্রামের বাড়িতে তারা ঘর নির্মাণ করছেন। ঈদের ছুটি থাকায় বিকেলের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান।
এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল মালিক বলেন, পর্ব পুকুরে নেমে পড়লে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে রোববার বিকেলের দিকে শিশু দুটি খেলতে খেলতে পুকুরে ডুবে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এমবুইউ