Dr. Neem on Daraz
Victory Day

ভৈরবে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ২


আগামী নিউজ | কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১০:৩৯ এএম
ভৈরবে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে ৫ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তারা হলো কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পূর্ব পাটুলি গ্রামের আবদুল মজিদের ছেলে মেজবাহ উদ্দিন (৩০) এবং পার্শ্ববর্তী গ্রামের মনু মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৩০)।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে একটি মাদক কারবারির চক্র ইয়াবার একটি বড় চালান বাজিতপুরের উদ্দেশে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে দু্জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার ৭৮০পিস ইয়াবা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এসএম/এসকেআর/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে