Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় সাংবাদিক জামিল হাসান খান খোকনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশিত: মে ২৯, ২০২২, ০১:৫৮ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিক জামিল হাসান খান খোকনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়াঃ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল হোসেন খান খোকনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার দিশা টাওয়ার হলরুমে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়ায় কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বি এফ ইউ যে সভাপতির ওমর ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব মহসিন কাজী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমুখও। উক্ত স্বরণ সভায় স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিভিন্ন স্তরের সাংবাদিকগণ।

বক্তারা, প্রয়াত সাংবাদিক জামিল হাসান খান খোকন জীবনাদর্শ ও তার বাস্তবধর্মী সাংবাদিকতা ধারণ করে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়।

হুমায়ুন কবির/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে