Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে ধ্বসে গেছে ব্রীজের ওয়াল গাইডের খুঁটি ও এপ্রোচ


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রকাশিত: মে ১৬, ২০২২, ১১:২১ এএম
চুনারুঘাটে ধ্বসে গেছে ব্রীজের ওয়াল গাইডের খুঁটি ও এপ্রোচ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে গত কয়েকদিনের টানা বর্ষণে ধ্বসে গেছে ব্রীজের পাশে ওয়াল গাইডের খুঁটি ও রাস্তার এপ্রোচ। জানা যায়, উপজেলার ১নং গাজীপুর ইউপির উসমানপুর সড়ক উন্নয়ন কাজে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণের এক মাসের মধ্যেই ইছালিয়া সড়কের ব্রীজের কাজ শেষ হতে না হতেই অসৎ ঠিকাদার, কর্মকর্তাদের নিম্নমানের কাজে ধ্বসে গেছে ওয়াল গাইডের খুঁটি ও রাস্তার এপ্রোচ ।   এমন অবস্থা দেখে সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।

এলাকাবাসী জানিয়েছেন, এ ব্রীজে নিম্নমানের কাজ হয়েছে। স্থানীয়  সরকার প্রকৌশলী বিভাগ ২ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে এম আলম কন্সট্রাকশন ইছালিয়া ছড়ার উপর মাত্র একমাস আগে ব্রিজ নির্মাণ করে। গত সপ্তাহে ব্রীজের সংযোগ রাস্তা ও গাইডওয়াল এবং প্রতিরক্ষা খুঁটি নির্মাণ করে। ব্রীজ নির্মাণের সময় স্থানীয় ছাত্রলীগ নেতারা অনিয়ম ও নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। তারপরও এ কাজ চালিয়ে যায় ঠিকাদারি মহল।

সুজাত মিয়া নামে একজন বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে ও নিম্নমানের কাজে উদ্বোধনের আগেই এই ব্রীজের ওয়াল গাইডের খুঁটি ও রাস্তার এপ্রোচ ধ্বসে গেছে।

এবিষয়ে খবরদারি ও নজরদারি নিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি এবিষয়টি জানতে পেরেছি।   প্রকৌশলীকে এবিষয়ে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

শংকর শীল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে