Dr. Neem on Daraz
Victory Day

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু


আগামী নিউজ | বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: মে ১৪, ২০২২, ০২:৩১ পিএম
কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহঃ জেলার কোটচাঁদপুর উপজেলা রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ প্রতিবন্ধীর  মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মে) ভোর ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ২৪ আফ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় পৌর এলাকার আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানে ৪৭ নাম্বার রেলওয়ে পিলারের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) হারুন বিষয়টি নিশ্চিত করে জানান,  এটি ট্রেন দুর্ঘটনা তাই এটি রেলওয়ে পুলিশ তদন্ত করবে। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এসে মৃত দেহ উদ্ধার করবেন। রেলওয়ে পুলিশ না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।

এ বিষয়ে জানতে চাইলে স্টেশনের কর্তব্যরত মাস্টার নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনা কখন ঘটেছে সঠিকভাবে বলা সম্ভব না। তবে নকশিকাঁথা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আইসি শহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত অবস্থায় তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় শনাক্ত করা গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে