Dr. Neem on Daraz
Victory Day

ভাসানচর থেকে পালাতে গিয়ে নারীসহ ৮ রোহিঙ্গা আটক


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১১:১৬ এএম
ভাসানচর থেকে পালাতে গিয়ে নারীসহ ৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীঃ জেলার হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতদের মধ্যে ১ জন শিশু, ২ জন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন চর নোমান থেকে তাদেরকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

তারা হলেন- হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা শরনার্থী আশ্রয়ণ কেন্দ্রের ৮৬নং ক্লাস্টারের আবদুল আলিমের ছেলে আনোয়ার ফারুক(২০) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো.হাসান (২০), মৃত মো.ইয়াছিনের মেয়ে সানজিদা বেগম (১৭), হাফেজ উল্যাহর মেয়ে হাফিজা (১৭), মো.ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬),মৃত আবদুল কাদেরের মেয়ে রাশিদা(১৮), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো.রফিক (৮)।

স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় অপরিচিত ব্যক্তির বোটে করে সুবর্ণচর এলাকায় আসে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। মোহাম্মদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চর নোমান গ্রামে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয় জনগণ চৌকিদারসহ তাদেরকে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন। পরবর্তীতে চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ স্থানীয় চৌকিদারের সহায়তায় রাত ১০টার দিকে চরজব্বর থানায় নিয়ে আসে।

পুলিশের ভাষ্য মতে, রোহিঙ্গারা এক মাস পূর্বে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া নামক দ্বীপ এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের ধাওয়া খেয়ে হাতিয়ার ভাসানচর নিয়ে আসা হয়। এরা সবাই কক্সবাজারের বালুখালী, লেদা ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উপজেলার চরজব্বার থানা এলাকার ০৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চর নোমান গ্রামে স্থানীয় জনগণ আটজন রোহিঙ্গাকে আটক করেছে। খবর পেয়ে ছনখোলা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ওই এলাকায় উপস্থিত হয়ে আটজন রোহিঙ্গাকে আটক অবস্থায় পেয়ে নিজেদের হেফাজতে নেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোজাহিদুল ইসলাম সোহেল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে