Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় সড়কে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা আদায়


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:৪৭ পিএম
দুপচাঁচিয়ায় সড়কে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা আদায়

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার (১৩ এপ্রিল) সড়কে অভিযান পরিচালনা করেছে বগুড়া ট্রাফিক পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ টিম। ওই অভিযানের নেতৃত্ব দেন বগুড়া ট্রাফিক পুলিশ সার্জেন্ট মুন্তাসির এবং দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন।

আভিযানিক টিম সূত্র বলছে, দুপচাঁচিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে সকাল থেকেই অভিযান পরিচালিত হয়। অভিযানের কারনে কিছুক্ষণের মধ্যই সড়কে কমে আসে যানজট। অভিযান মূলত পরিচালনা করা হয় ট্রাফিক আইন ভঙ্গকারি মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে।  ট্রাফিক আইন লংঘন করায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের আওতায় ১৭ টি মামলা দায়ের করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, সড়কে শৃংখলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ান পলাশ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে