চুয়াডাঙ্গাঃ যমজ বোন মাহমুদা তারিন ও ফাহমিদা তাজিন এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
চুয়াডাঙ্গা শহরের ব্যাংক কর্মকর্তা নাসির উদ্দিন ও নাজমুন্নাহার দম্পতির জমজ কন্যা তাজিন ও তারিন। দুই বোনের এমন সাফল্যে আনন্দের বন্যা বইছে তাদের পরিবারে।
বাবা নাছির উদ্দীন মিঠু ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, শিক্ষাজীবনে তারা দুজনে চুয়াডাঙ্গা শহরের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন পড়াশুনা করেছেন। এরপর চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়াশোনা করেছেন। তারিন ও তাজিন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আর এইচএসসি পরীক্ষায় অংশ নেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে। দুই বোনই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বৃত্তি পেয়েছিলেন।
নাসির উদ্দিন পিন্টু বলেন, ‘তারিন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ফাহমিদা তাজিন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। বাবা হিসেবে আমার গর্বের শেষ নেই। দোয়া করি ওরা আরও বড় হোক।’
সন্তানদের সাফল্যে মা নাজমুন নাহার বলেন, ‘আমাদের দুই সন্তান মেডিকেল কলেজে চান্স পাওয়াতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
তারিন ও তাজিন বলেন, ‘দুই বোন মায়ের পেটে একসঙ্গে ছিলাম। জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠা। একই শিক্ষাপ্রতিষ্ঠানে করিছি পড়াশোনা। দুজনের ফলাফল ছিল একই রকম। আমরা কখনো স্কুল ফাঁকি দিই নি। আমরা যতটুকু পড়াশোনা করেছি বুঝেশুনে করেছি। আমরা কখনো স্কুলে অনুপস্থিত ছিলাম না। এবার আমরা জমজ দুই বোন একই সঙ্গে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আমরা দুজন আলাদা মেডিকেল কলেজে চলে যাচ্ছি। জীবনে এই প্রথম আমরা আলাদা হয়ে যাচ্ছি। এজন্য একটু খারাপ লাগছে। আমাদের দুই বোনের জন্য সবাই দোয়া করবেন। আমরা ডাক্তার হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চাই।’
এমএম