Dr. Neem on Daraz
Victory Day

পাবনায় পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক


আগামী নিউজ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১১:২৫ এএম
পাবনায় পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

পাবনাঃ পুলিশের অভিযানে ৫ জুয়াড়িকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে জেলার আমিনপুর থানার চব্বিশ মাইল বাজারে অভিযান পরিচালনা করেন আমিনপুর থানা পুলিশ। অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাঁথিয়া থানা এলাকার আত্রাইশুকা গ্রামের হারেজ প্রামাণিকের ছেলে বিল্লাল(৪০), আমিনপুর থানা এলাকার দুর্গাপুর কাজী পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩২) মোবারকপুর গ্রামের মৃত কাদের খানের ছেলে উজ্জ্বল খান (৪১) চব্বিশ মাইল এলাকার রুহুল আমিনের ছেলে তৌফিকুর রহমান পুলক (২৮) দুর্গাপুর উত্তর পাড়া এলাকার মৃত সেলিম মোর্শেদ এর ছেলে আরিফুল ইসলাম নয়ন (৩৬)। এ সময় তাদের কাছে থাকা জুয়া খেলার ২ সেট তাস ও নগদ চোদ্দ হাজার পাঁচশত টাকা জব্দ করেন পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, মাননীয় পুলিশ সুপার মোঃমহিবুল ইসলাম খান বিপিএম, পিপিএম মহাদয়ের নির্দেশে থানা এলাকায় মাদক জুয়া ইভটিজিংসহ সকল প্রকার অপরাধ মুলক কাজের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার চব্বিশ মাইল বাজারে অভিযান পরিচালনা করেন আমিনপুর থানার চৌকস দল। উক্ত অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়।আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীতও আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মীর্জা অপু/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে