Dr. Neem on Daraz
Victory Day

চকরিয়ার সেই পরিবারকে ৩৫ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৯:৪২ এএম
চকরিয়ার সেই পরিবারকে ৩৫ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারঃ চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী এ অনুদানের কথা ঘোষণা করেন।

চকরিয়ার ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক দুর্ঘটনায় ছয় ভাই নিহত হওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তাই অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমি আবেদন করছিলাম। চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের সুপারিশে আবেদনটি গ্রহণ করে পরিবারটির জন্য ৩৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

হাসানুল ইসলাম আদর আরও জানান, আনুষ্ঠানিকভাবে অনুদান ঘোষণার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক বুঝে নিতে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ঢাকায় রওনা হয়েছেন তিনি। চেক নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে তা নিহতদের পরিবারকে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ভোরে পিতার চিতায় পূজা দিয়ে বাড়ি ফেরার পথে চকরিয়ার ডুলাহাজারায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে একসঙ্গে পাঁচভাই মারা যান। তারা হলেন, অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল। একই দুর্ঘটনায় আহত হন আরেক ভাই রক্তিম সুশীল টানা ১৪ দিন চিকিৎসাধীন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ফেব্রুয়ারি মারা যান।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে