পটুয়াখালীঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ২৫ কেজি ওজনের একটি মৃত মা-কচ্ছপ। রবিবার দুপুরের পর সৈকতের ঝাউবাগান পয়েন্ট এ মৃত কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌছে কচ্ছপটি মাটি চাপা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি অর্ধগলিত অবস্থায় ছিলো এবং এটির পেটে ডিম ছিলো। ধারনা করা হচ্ছে, উপকূলে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকা পড়ে এটি মারা যেতে পারে। তবে ঠিক কি কারনে মারা গেছে সেটা পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, এর আগেও এবছর কুয়াকাটা সৈকতে মোট ৫ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে, সবগুলোকেই মৎসবিভাগের পরামর্শ অনুযায়ী মাটি চাপা দেয়া হয়েছে।
রাসেল কবির মুরাদ/এমএম