Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ ও সমাবেশ


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:৪১ পিএম
লক্ষ্মীপুরে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

লক্ষ্মীপুরঃ বেতন কমিশন গঠন, ৫০% মহার্ঘ ভাতা ঘোষণা, সচিবালয়ের মতো পদবী পরিবর্তন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনবর্হাল করাসহ ৫ দফা দাবীতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ললক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মো: সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মো: শাহ আলম, মো: শাহজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন কবির, মোরশেদ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবী দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম খান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে