Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জ হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


আগামী নিউজ | হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৩:৩৭ পিএম
হবিগঞ্জ হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হবিগঞ্জঃ হাওরে মোটর পাম্প দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মুখলেছ মিয়া নামে (৩০) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার শৈলজুড়া হাওরে ঘটনাটি ঘটে। নিহত মুখলেছ ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়  সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুখলেছ শৈলজুড়া হাওরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মোটর চালিত পানির পাম্পের মাধ্যমে টাকার বিনিময়ে হাওরে কৃষকদের জমিতে পানি সেচ দিয়ে আসছিলেন। বুধবার দুপুরে মুখলেছ পানির পাম্প দিয়ে তাদের জমিতে সেচ দেয়ার সময় মোটর চালু করতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজন ও গ্রামবাসিরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা তাকে মৃত্যু ঘোষণা করে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের এস আই মো. হামিদুর রহমান নিহতের মৃত্যু দেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

শাহ আলম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে