Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক-১


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৩:০৩ পিএম
নেত্রকোণায় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক-১

নেত্রকোণাঃ জেলা শহরের বড় বাজার এলাকায় সালতি রেস্তোরায় মঙ্গলবার রাতে শিশু শ্রমিককে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর শিশু শ্রমিকের বিরুদ্ধে। মৃত শিশু শ্রমিকের নাম ঈসমাইল (১৪)। সে সদর উপজেলা রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের আব্দুল বারেক ও কণা আক্তারের ছেলে, বর্তমানে শহরের ছোটগাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আল মামুন নামে অপর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

রেস্তোরার মালিক রাজু, বাবুর্চি ও অন্যন্যরা জানায়, নেত্রকোণা সদর উপজেলার ছোট গাড়া গ্রামের আবদুল বারেকের স্ত্রী কনা আক্তার ও ছেলে ইসমাইল জেলা শহরের বড় বাজার এলাকার সালতি রেস্তোরায় দীর্ঘদিন ধরে কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে মা কনা আক্তার বাড়ি চলে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সাথে কথা কাটাকাটি নিয়ে ইসমাইলের ঝগড়া লাগে। এক পর্যায়ে ইসমাইলকে বেধরক মারপিট করে লাথি মেরে সিঁড়িতে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাতেই নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয়রা বলছে, ঘটনাটি রহস্যজনক কেন কিভাবে ঘটলো তার সঠিক তদন্ত করে বের করার দাবি স্থানীয়দের।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়। 

নিহতের মা কণা আক্তার জানান, ছেলের মৃত্যুর খবর পেলে মা কনা আক্তার হাসপাতালে যান এবং দাবী জানান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির।

নেত্রকোণা মডেল থানার (ওসি) তদন্ত সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে এক শ্রমিককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহ উদ্দিন খান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে