Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৪:১৬ পিএম
কুড়িগ্রামে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের এক শিক্ষার্থীকে কিশোর গ‍্যাং কর্তৃক ছুরিকাহত করার প্রতিবাদে আসামীকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার, নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম প্রমূখ। মানববন্ধনে আসামীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

উলেখ্য যে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান বন্ধুদের সাথে নিয়ে পার্শ্ববর্তী কুড়ারপার মাস্টারপারায় একটি সাস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সেখানে বসার জায়গা নিয়ে স্থানীয় একটি বখাটে কিশোর গ্যাংয়ের সাথে তাদের ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে অতর্কিতভাবে রাকিব হাসানের বাম কাঁধে ছুরিকাঘাত করে। সে বর্তমানে কুড়িগ্রাম জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তার বাবা ব্যাপারে ৩ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

জাহাঙ্গীর আলম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে