Dr. Neem on Daraz
Victory Day

কলাপাড়ায় কর্মসংস্থান মেলায় চাকুরী পেল সুবিধা বঞ্চিত ২১৮ জন


আগামী নিউজ | কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৪:০২ পিএম
কলাপাড়ায় কর্মসংস্থান মেলায় চাকুরী পেল সুবিধা বঞ্চিত ২১৮ জন

পটুয়াখালীঃ কলাপাড়ায় এই প্রথম সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরিতে অনুষ্ঠিত হল কর্মসংস্থান মেলা-২০২২। বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করে কারিতাস বাংলাদেশ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহ্সান, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীসহ চাকুরী প্রত্যাশী প্রশিক্ষণার্থী এবং সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।

দাতা সংস্থা ক্যাফোড ইংল্যান্ডের (ঈঅঋঙউ) আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত কারিতাস কলাপাড়ার ৮টি ইউনিয়নের মোট ৪৭৫ জন বেকার যুবক যুবতীকে টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং, কম্পিউটার ও মোবাইল
সার্ভিসিং এ প্রশিক্ষন প্রদান করে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধী, ভূমিহীন হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং মহিলা পরিবার প্রধান এসব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষনার্থী নির্বাচন করে।

এসময় কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী সাংবাদিকদের বলেন, প্রশিক্ষণার্থীর মধ্যে আত্বকর্মসংস্থান হয়েছে ২০৫ জনের। ৫৬ জন বিভিন্ন কোম্পানীতে চাকুরী পেয়েছে। ২১৪ জন এখনও বেকার রয়েছে। বেকারদের চাকুরীর জন্য এ কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৪টি ট্রেডে তিন মাসের প্রশিক্ষন সমাপ্তকারী কলাপাড়ার ৮টি ইউনিয়নের ৪৭৫ জন প্রশিক্ষনার্থীর মধ্যে ২১৮ জনকে চাকুরী প্রদান করেছে চাকুরীদাতা প্রতিষ্ঠান প্রান কোম্পানী, আরএফএল, পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলগুলো।

রাসেল কবির মুরাদ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে