Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি: মিসেস আফরুজা বারী


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৯:১৬ এএম
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি: মিসেস আফরুজা বারী

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী বলেছেন, '১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীন বাংলাদেশ।'

বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিসেস আফরুজা বারী বলেন, ‘জাতির পিতা একটি আদর্শ। জাতির পিতার জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমাদের সংবিধানে তারই প্রতিফলন আমরা দেখতে পাই।’

মিসেস বারী আরও বলেন, 'বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে। দেশের উন্নয়নের যে ব্রত নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে কাজ করছে, তাতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।  আসুন আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে শপথ নিই, যেন বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করি।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, যুগ্ম-আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আহসান আজিজ সরদার মিন্টু, মেহেদী মোস্তফা মাসুম, আব্দুল হান্নান, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাস্টার, যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীগণ। 

এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী-সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও, বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মিলিত হয়ে শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরে স্থানীয় ও উত্তরবঙ্গের বিশিষ্ট কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেতাকর্মীগণ।

সুদীপ্ত শামীম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে