Dr. Neem on Daraz
Victory Day

শরীয়তপুরে নির্মাণাধীন ব্রীজে ফাটল, ব্যাপক অনিয়মের অভিযোগ


আগামী নিউজ | শরিয়তপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০২:৪৩ পিএম
শরীয়তপুরে নির্মাণাধীন ব্রীজে ফাটল, ব্যাপক অনিয়মের অভিযোগ

শরীয়তপুরঃ জেলার সদর উপজেলায় এলজিইডির একটি নির্মাণাধীন ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে ব্রীজ নির্মাণ কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও পাওয়া গেছে। নির্মাণ কাজ শেষ না হলেও নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করায় স্থানীয়দের বাধার মুখে ব্রীজের কাজ বন্ধ হয়ে যায়। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান বলছেন, খালের কাদা মাটির কারনে কালভার্টটির উইনের ফাটল দেখা দিয়েছে। তবে উপসহকারী প্রকোশলী বলছেন একটু ভিন্ন কথা, মাটি কাটার সময় বেকুর ধাক্কায় সামান্য ফাটল দেখা দিয়েছে।

শরীয়তপুর সদর উপজেলা এল জি ই ডি ও স্থানীয় আবদুল কুদ্দুস খালাসী, জলিল মাদবর জানান, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নং খালাসী কান্দী গ্রামের খালাসী কান্দী খালের উপর ১৫ মিটার দৈর্ঘের থ্রি ভন্ড কালভাট ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। ২০২১ সালের জুলাই মাসে কার্যাদেশ প্রধান করেন। কালভার্টটি নির্মাণ কাজ শুরু করেন শেখ এন্টারপ্রাইজ একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি টাকা ব্যায়ে ৫টি কালভার্ট নির্মান করার কথা। ২০২২-২০২৩ অর্থ বছরের কাজ শেষ হওয়ার কথা রয়েছ।

খালাসী কান্দী খালের উপর নিমাণাধীন এ ব্রীজ টি প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যে নিম্মমানের কাজ হওয়ায় ব্রীজ টি পশ্চিম পাড়ের বাম পাশের ইউন ও মুল ব্রীজের বিভিন্ন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারের লোকজন একাধিকবার বালু ও সিমেন্ট দিয়ে ফাটল বন্ধের চেষ্টা করে। এতে করে স্থানীয় লোকজন কালভার্টটির বিভিন্ন ফাটল বন্ধ ও মাটি ভরাটের কাজে বাধা দেয়। 

স্থানীয় মরু মুন্সি, ইউসুফ মাদবর, আয়নাল বেপারী, আমেনা বেগম ও রোকসানা বলেন, ব্রিজটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদার খোকন মোল্ল্যা নিন্মমানের সামগ্রী ও রট দিয় কাজ করছে। এ কারনে ব্রীজ নিমার্ন শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। 

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে