Dr. Neem on Daraz
Victory Day

নাগরপুরে বেইলী ব্রীজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১২:১৬ পিএম
নাগরপুরে বেইলী ব্রীজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

টাঙ্গাইলঃ জেলার নাগরপুরে ভাদ্রা টেংরিপাড়া স্টীলের বেইলী ব্রীজের পাটাতন উঠে গেছে। এতে রোববার থেকে যানচলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি একাধিকবার ব্রীজটির মেরামত করা হলেও কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল ও মেরামত টেকসই না হওয়ার কারণে বারবার এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

জানা যায়, রবিবার (১৩ মার্চ) সেতুটির পাটাতন ভেঙে পুনরায় যান চলাচল বন্ধ রয়েছে। এরআগে মঙ্গলবার (৮ মার্চ) পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন দায়সারা কাজ করে কর্তৃপক্ষ। এ ব্রীজ দিয়ে প্রতিদিন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শতশত যাত্রী ও পন্যবাহী যানবাহন চলাচল করে থাকে। বর্তমানে যাতায়াতকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সেতুতে চলাচলকারী একাধিক ব্যক্তি জানান, বারবার একই অবস্থার সৃষ্টি হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ স্থায়ী মেরামত করে না। জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।

যানবহের চালকরা বলেন, আমরা ঝুঁকি নিয়ে ভয়ে ভয়ে সেতু দিয়ে যাতায়াত করি। সেতুতে উঠলে মনে হয় এই বুঝি ভেঙে পড়লো। 

ভাদ্রা ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, এ এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রীজ এটি। টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাবার প্রধান সড়ক এটি। অনেক সময় খুলনাসহ দক্ষিণবঙ্গের যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। বর্তমানে আমরা কঠিন ভোগান্তির মধ্যে আছি। দুই দিন পরপরই ব্রীজ নষ্ট হয়ে যান চলাচল বন্ধ থাকে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। 

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলামিন বলেন, বেইলী ব্রীজটির মেরামত কাজ চলছে। আশা করি আজকেই যানবাহন চলাচল করতে পারবে। সেতুটি অনেক পুরাতন এবং অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করায় বারবার এমন হচ্ছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে