Dr. Neem on Daraz
Victory Day

মঠবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


আগামী নিউজ | মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:৪০ পিএম
মঠবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পিরোজপুরঃ ৪৩ তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ রোববার বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শণ ও এর শুভ উদ্বোধন করেন সাখাওয়াত জামিল সৈকত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। 

স্টল পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নবীন শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান সম্মত ধারনাকে অধিকতর এগিয়ে নিবে। সরকারের এ আয়োজনকে আমি আশাবাদি সকল মহল আন্তরিকতার সাথে সাধুবাদ জানাবে। 

এ মেলায় অংশগ্রহন করেন সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কে এম লতীফ ইনিস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী স্কুল এ্যান্ড কলেজ, টিকিকাটা নুরিয়া ফাজিল মাদ্রাস, মোমেনিয়া দাখিল মাদ্রাসা, বেতমোর রাজপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

মনিরুল ইসলাম/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে