Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০২:৩৩ পিএম
খোকসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়াঃ জেলার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসহাক আলী। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও ইসরাত জাহান পুনম, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা শাম্মি আক্তার যুথি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন  স্থানে এখনও নারীরা নির্যাতিত হচ্ছে। প্রতিদিন গণমাধ্যমে নির্যাতনের খবর প্রকাশ হচ্ছে। দেশে নারী নির্যাতন বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

হুমায়ুন কবির/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে