Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে করোনা শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ১১:০৩ এএম
চট্টগ্রামে করোনা শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ

চট্টগ্রামঃ গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

রোববার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন নগরের ও বাকি ১ জন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৩৩ জন। বাকি ৩৪ হাজার ৫১১ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে