বরগুনাঃ ইউক্রেনের রকেট হামলায় প্রকৌশলী হাদিসুর রহমান দেশের জন্য প্রাণ দেওয়ায় হাদীসুরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি এবং মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ কূটনৈতিক ডেনিস আলিপোভের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ ভূক্তভোগি পরিবার।
শোকার্ত ও ক্ষতিগ্রস্থ পরিবারটি সাংবাদিকদের কাছে শনিবার (৫ মার্চ) সকালে এই ইচ্ছা ব্যক্ত করেছেন। এ সময় তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারের দুরবস্থার বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ও তার মাধ্যমে রুশ কূটনৈতিক ডেনিস আলিপোভের সঙ্গে দেখা করিয়ে দেওয়া এবং হাদীসুরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে দাবি করেন।
হাদিসুরের মা রাশিদা বেগম বলেন,‘অলিভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রাশিয়ার ছোড়া রকেটে আমার ছেলে দেশের জন্য মারা গেছে। মরদেহ ফিরিয়ে আনা এবং পরিবারের দুরবস্থার কথা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মাধ্যমে রুশ কূটনৈতিকের সঙ্গে কথা বলার আগ্রহ পোষন এবং হাদীসুরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি করছি। চার সন্তানের মধ্যে হাদিসুর ছিলো মেজো। ওকে পড়াশুনা করাতে জমিজমা সব বন্ধক রেখেছি। আমার এই ছেলের আয়ে সংসারের ভরণপোষণ, বাকি দুই ছেলের পড়াশোনা ও নানা রোগব্যাধিতে আক্রান্ত আমার নিজের চিকিৎসা চলত।
তিনি আরও বলেন, এখনো দুই ছেলে লেখাপড়া করছে। অকালে হাদীস চলে যাওয়ায় ওদের পড়াশোনা, সংসার চালানো ও আমরা স্বামী-স্ত্রী দুজনের চিকিৎসা সবই আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে কূটনৈতিক ডেনিস আলিপোভের সাথে সাক্ষাৎ করে রাশিয়া সরকারের কাছে ক্ষতিপূরণ প্রদানের দাবি করছি। ওনারা আমার দুই ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে হয়তোবা এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
নিহত হাদিসুর রহমানের ভাই গোলাম মাওলানা প্রিন্স বলেন,‘ ভাই হাদীসুর অসময় আমাদের ছেড়ে যাওয়ায় এখন আমরা দিশেহারা। এমনকি বর্তমানে আমাদের ঘরটি খুবই জরাজীর্ণ। এবারে বাড়ী ফেরার পরই আমাদের ঘর উত্তোলণের কথা ছিল। পরিবারের পক্ষ থেকে আমরা চাই প্রধানমন্ত্রীর মাধ্যমে রুশ কূটনৈতিকের সঙ্গে দেখা করতে।’
হাদিসুরের চাচা উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘হঠাৎ প্রকৌশলী হাদিুসুর মারা যাওয়ায় পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই নীতিগতভাবে রাশিয়া সরকারের এই পরিবারটির পাশে দাঁড়ানো উচিত। এ জন্য তারা রুশ কূটনৈতিকের সঙ্গে দেখা ও হাদীসুরের রাষ্ট্রীয় মর্যাদা চান। আমার প্রত্যাশা থাকবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দান, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পরিবারের সদস্যরা রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভের সঙ্গে দেখা করতে পারবেন।’
বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘নিহত হাদিসের পরিবারের খোঁজ নিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাড়িতে এসেছিলেন। দল ও সরকার ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রয়েছে।’
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, নিহত হাদিসের পরিবারের ইচ্ছের কথা আমি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ও পৌছানোর চেষ্টা করব।’
আগামীনিউজ/এমবুইউ