Dr. Neem on Daraz
Victory Day

সিগারেট নিয়ে দ্বন্দ্বে খুন হলো সিকিউরিটি গার্ড


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১০:০৩ এএম
সিগারেট নিয়ে দ্বন্দ্বে খুন হলো সিকিউরিটি গার্ড

গাজীপুরঃ জেলার শ্রীপুরে সিগারেট নিয়ে দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছে‌ অপর এক সিকিউরিটি‌ গার্ড। উপজেলার ধনুয়া গ্রামে গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা থানার শাকের আঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে জীবন চন্দ্র বিশ্বাস (২৮)। এজিস সিকিউরিটি সার্ভিসের অধিনে সে উপজেলার ধনুয়া গ্রামের রেনাটা হ্যাচারীতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। 

এব্যাপারে নিহতের ছোট ভাই সুমন চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঘাতক শফিকুল আলম জয় (২৮) আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শফিকুল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মৃত আফতাব উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শফিকুল ও জীবন একই কারখানায় চাকুরি করতো এবং পার্শ্ববর্তী আবেদ আলীর বাড়িতে একই রুমে ভাড়া থাকতো। সম্প্রতি কর্মস্থলে সিগারেট নিয়ে দু'জনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে সিকিউরিটি সুপারভাইজার রিপন সরকার প্রাথমিক ভাবে মিমাংসা করে দেয়। গত (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ভাড়া বাড়িতে বসবাসরত রুমে প্রবেশ করার সাথে সাথেই পূর্বপরিকল্পিত ভাবে শফিকুল ছুরিকাঘাত করে জীবন বিশ্বাসকে। তাৎক্ষণিক সুপারভাইজার রিপন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত সাড়ে দশটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে