Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ীর রাস্তা বন্ধ করে দেয়াল নির্মানের অভিযোগ


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ১২:৪৩ পিএম
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ীর রাস্তা বন্ধ করে দেয়াল নির্মানের অভিযোগ

গোপালগঞ্জঃ শহর কুয়াডাঙ্গা বাসষ্টান্ড সংলগ্ন বাড়ী থেকে রাস্তার অভাবে মুক্তিযোদ্ধা পরিবারর সদস্যরা বের হতে পারছে না বলে অভিযাগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লার ছেলে মো. হাফিজুর রহমান মোল্লা ও মো. হাবিবুর রহমান মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

মোঃ হাফিজুর রহমান মোল্লা বলেন,  গোপালগঞ্জ শহর সংলগ্ন কুয়াডাঙ্গা গ্রামের মৃত দ্বীজবর বালার ছেলে অনাথ বালা কুয়াডাঙ্গা মৌজার ৬১ নং ক্ষতিয়ানের ১২৪ দাগের ০৮ শতক ভূমি ভিপি কচ নং ২০/৮৩-৮৪ নং বন্দাবস্ত কচ মূল ডি,সি, আর প্রাপ্ত হন এবং প্রতি বছর ডি,সি,আর নবায়ন করে ভোগ দখল করেন। অনাথ বালা গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি ভূমি সহকারী কর্মকর্তার নিকট হাজির হয়ে ওই সম্পত্তি ২০১৪ সালে আমি  ও আমার ভাই মো. হাবিবুর রহমান মোল্লার নিকট এ্যাফিডেভিট বা হলফনামা প্রদান করেন। যাহার প্রেক্ষিতে আমরা উক্ত ৮ শতক  জমি ডি,সি,আর প্রাপ্ত হই। আমরা পর্যায়ক্রমে ৩৯ বৎসর যাবৎ ভোগ দখল করে আসছি। উক্ত ৮ শতক জমিতে আমাদের চার খানা ঘর আছে। স্থানীয় তহসিলদার ও সহকারী কমিশনার (ভূমি) আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে গোপনে এক তরফা ভাবে তদন্ত করে ৮ শতকের জায়গায় ৪ শতক ভূমির ডি,সি, আর স্থগিত করে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে পার্শবর্তি অশাকবালা আমাদের ঘরে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দিয়েছ  এবং সেখানে একটি দেয়াল নির্মানের চেষ্টা করছে। ফলে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে