Dr. Neem on Daraz
Victory Day

পাথরঘাটায় ১০ ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০১:৪৪ পিএম
পাথরঘাটায় ১০ ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ

বরগুনাঃ পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে দশটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরতে গিয়েছিল ট্রলারগুলো। শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ১০টি ট্রলার নিখোঁজ হয়। এ পর্যন্ত ৩০ জন জেলেকে উদ্ধার করা গেলেও এখনো ২৫ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে পাথরঘাটা থেকে কয়েকটি ট্রলার পাঠানো হয়েছে। 

এফবি হাওলাদার নামে ট্রলারের মাঝি এমাদুলের বরাতে গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান সাংবাদিকদের জানান,  নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে