Dr. Neem on Daraz
Victory Day

বিক্রি করে দেওয়া সেই নবজাতক ফিরল মায়ের কোলে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৯:১৬ এএম
বিক্রি করে দেওয়া সেই নবজাতক ফিরল মায়ের কোলে

চাঁদপুরঃ অবশেষে মায়ের কোলে ফিরে এসেছে হতভাগা নবজাতক। হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে নবজাতককে জনৈক দম্পতির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেন মা তামান্না বেগম। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের সহায়তায় শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নং ওয়ার্ডের বারোআনি গ্রামে ভাড়া বাসায় থাকেন তামান্না বেগম (২৮)। ৫ বছর আগে পার্শ্ববর্তী হানির পাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আলমের সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন মেনে না নেওয়ায় ভাড়া বাসায় থাকেন তারা। তাদের দুই সন্তান রয়েছে।

তৃতীয় সন্তানের ডেলিভারির সময় হয়ে এলে স্বামী টাকা জোগাড় করতে না পেরে চলে যান। কয়েকদিন বাসায়ও আসেননি। বন্ধ করে রাখেন মোবাইল ফোন। এর মধ্যেই তামান্না বেগমের প্রসববেদনা উঠলে তার মা ও স্বজনরা মিলে ভর্তি করান স্থানীয় পালস এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে। প্রথমে ঋণ করে হাসপাতালে ভর্তি হয় সেখানে। সন্তান প্রসব করলেও মুখ দেখা হয়নি তামান্নার।

হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিলেও শেষ পর্যন্ত হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় নিজ সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন মা। তবে ছেলেকে বিক্রি করলেও অবুঝ মায়ের মন মানছিল না। স্বামীও বাড়িতে ফিরে এসে সন্তানকে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করছিল। এ অবস্থায় সন্তানকে ফিরে পেতে তিনি প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. শরিফুল হাসান জানান, দুই পরিবারের উপস্থিতিতে নবজাতককে হস্তান্তর করা হয়। সিমলা আক্তার খুশি মনে নবজাতকটি মায়ের কাছে ফিরিয়ে দেন। মানবিক দিক বিবেচনা করে টাকাও মাফ করে দেন।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে