নাটোরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহবুব হাসান হিমেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নাটোর পৌর জামে মসজিদ ঈদগা মাঠে জানাযা শেষে তাকে গাড়ীখানা গোরস্থানে দাফন করা হয়। এসময় জানাযায় নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার সহ রাবির শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এরআগে মরদেহ তার নিজ বাড়ি নাটোর শহরের কাপুরিয়াপট্টিতে পৌছায়।
বেলা ১২টার দিকে রাজশাহী বিদ্যালয়ের পিআপভ্যানে তার মরদেহ নিয়ে আসা হয়। হিমেলের মরদেহ স্থানীয় নববিধান বালিকা বিদ্যালয়ে রাখা হয়েছে। এসময় হিমেলের মরদেহের সঙ্গে রাবির ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রোভিসি সহ শিক্ষক এবং তার সহপাঠিরা আসেন। এদিকে, হিমেলের মরদেহ তার বাড়িতে আসার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। আত্মীয়-স্বজন, এলাকাবাসী, সহপাঠি, শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন।
আগামীনিউজ/বুরহান