চট্টগ্রামঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন নগরের ও বাকি ১৭৩ জন উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এই নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৯৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ১৮৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
আগামীনিউজ/বুরহান